ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে তৃণমূলের প্রতিবাদ সভা

tmc protest


ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মালদায় মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে নিজের বিধানসভা কেন্দ্র মোথাবাড়ির পিডাব্লুডি মাঠে বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। হাজির ছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন, বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা সভাপধিপতি লিপিকা ঘোষ বর্মন, মুর্শিদাবাদের লালগোলার বিধায়ক মোহাম্মদ আলি প্রমুখ। 


মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানান, এটি একটি ধর্মনিরপক্ষেতা বিরোধী একটি বিল। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন জনবিরোধী বিলের মাধ্যমে সংবিধানের যে স্তম্ভগুলি রয়েছে, তা ভাঙতে চায়। ওয়াকফ যে সম্পত্তি তা সাধারণ মানুষের কল্যাণের জন্যই। যে কোনও মূল্যেই হোক, তৃণমূল এই বিল রুখবেই। 



মন্ত্রী সাবিনা ইয়াসমিন ওয়াকফ বিল প্রত্যাহারের ব্যাপারে বলেন, ‘‌আমাদের সম্প্রীতির ওপর আঘাত হানতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশন। তার আগে আমাদের এই বিল প্রত্যাহার করাতে হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকব না।