WBBSE: শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে শিক্ষকদের উপর নিষেধাজ্ঞা সহ একাধিক নির্দেশিকা জারি

wbbse


পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাসের সময়, নম্বর বিভাজনের পাশাপাশি আরও কয়েক দফা নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ । ৩০ ডিসেম্বর, ২০২৪ এ ২০২৫ সালের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশের সাথে সাথে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য একগুচ্ছ অবশ্য পালনীয় নির্দেশিকা জারি করেছে ।

নির্দেশিকা অনুসারে,

১) কর্মীদের স্কুলে আসার নির্ধারিত সময় সকাল ১০.৩৫। ১০.৪০ থেকে ১১.১৫ পর্যন্ত লেট মার্ক। তারপর অনুপস্থিতি হিসাবে গণ্য হবে।

২) বিদ্যালয় প্রধানের অনুমতি ছাড়া কেউ সাড়ে চারটার আগে বিদ্যালয় পরিত্যাগ করতে পারবেন না।

৩) ছুটি অনুমোদিত না হলে সাধারণভাবে ছুটি নেওয়া যাবে না। ছুটি অতিক্রান্ত হলে অনুপস্থিত থাকা যাবে না।

৪) বিদ্যালয়ে অবশ্য পালনীয় দিনগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আসতে হবে। এর জন্য আলাদা রেজিষ্টার মেইনটেইন করতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে।

৫) ছাত্র এবং শিক্ষক শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। যদি শিক্ষক মোবাইলফোন TLM হিসেবে ব্যবহার করতে চান তবে বিদ্যালয়ের প্রধান এর লিখিত অনুমতি নিতে হবে।

৬) টিচারদের যে ক্লাস ( রেগুলার বা প্রভিশনাল) দেওয়া হোক, যেখানে দেওয়া হোক সেখানেই যাবেন কোনও রকম শর্ত ছাড়াই। সময়ে সিলেবাস শেষ করবেন । স্কুলের পরীক্ষা সংক্রান্ত কাজ করবেন। বোর্ড পরীক্ষা বা অন্য কোনো পাবলিক পরীক্ষার দায়িত্ব পেলে পালন করবেন। পাবলিক পরীক্ষার ডিউটি করার জন্য পারিশ্রমিক পেলে নিতে পারেন।

৭) মাধ্যমিক ও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ডিউটি দেওয়া হলে শিক্ষকরা নির্দিষ্ট সময়ে রিপোর্ট করবেন, সঠিকভাবে ডিউটি করবেন, পরীক্ষা হলের ও সামগ্রিক পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা যাতে সঠিক থাকে সেটা দেখবেন, হেড এক্সামিনার/ এক্সামিনার বা পরীক্ষা সংক্রান্ত অন্য দায়িত্ব বোর্ড দিলে সেগুলি পালন করবেন, মাধ্যমিক পরীক্ষায় ডিউটি পেলে সেই সময় অন্য দায়িত্ব নেবেন না। যে স্কুলে মাধ্যমিকের সেন্টার নেই তাদের টিচাররাও এই পরীক্ষা সংক্রান্ত ডিউটি পেলে তা পালন করবেন ।

৮) বিভিন্ন সরকারি প্রকল্পগুলোতে শিক্ষকরা নোডাল অফিসার হিসাবে কাজ করবেন।

এছাড়াও বলা হয়েছে, শিক্ষকরা পরীক্ষার খাতা পরীক্ষার হলে বসে দেখতে পারবেন না। বিদ্যালয়ে তৃতীয় সামেটিভ সম্পন্ন হলে রিমেডিয়াল ক্লাস নিতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রাইভেট টিউশন, ব্যবসা , অর্থ উপার্জনকারী যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কাজ করা এবং স্টুডেন্টদের মানসিক বা দৈহিক শাস্তি প্রদান শিক্ষকদের জন্য নিষিদ্ধ।

এছাড়াও এর একাধিক নির্দেশ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই নির্দেশিকা ২০২৫ শিক্ষাবর্ষ থেলে লাগু করা হবে।