Latest News

6/recent/ticker-posts

Ad Code

UGC NET DEC 2024: আর বাকি ১০ দিন, নেটে আবেদন করুন এখনি

UGC NET DEC 2024: আর বাকি ১০ দিন, নেটে আবেদন করুন এখনি


College Teacher Exam


আর বাকি মাত্র ১০ দিন। আগামী ১০ই ডিসেম্বর ডেডলাইন। আর তার আগে ঝটপট করে ফেলুন আবেদন। ইউজিসি নেট ডিসেম্বর সেশনের আবেদন শুরু হয়েছে ১৯শে নভেম্বর। শেষ হতে চলেছে ১০ই ডিসেম্বর। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারেন।

ইউজিসি নেটে আবেদন করতে হলে বয়সের কোনো ঊর্ধ্বসীমা না থাকলেও জেআরএফ-র ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩১ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। General প্রার্থীদের আবেদন ফি 1150/- টাকা, EWS / OBC দের 600/- টাকা এবং SC / ST / PH : 325/- টাকা করে ফি।

আবেদন করতে প্রার্থীকে ৫৫ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে। চার বছরের ব্যাচেলার ডিগ্রীধারীরাও আবেদনের জন্য যোগ্য।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code