দিনহাটায় কালী মন্দিরে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার উদ্ধার চুরি যাওয়া সামগ্রী
দিনহাটা:
দিনহাটার গোসানি রোড কালী মন্দিরে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার ছাড়াও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো দিনহাটা থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে সেই ঘটনায় দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানালেন মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র। এদিন সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক।
প্রসঙ্গত গত শনিবার গভীর রাতে সংশ্লিষ্ট কালী মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটে। চুরি যায় কালি মায়ের মাথার রুপোর মুকুট সহ বিভিন্ন রুপোর অলংকার ও পুজোর বাসনপত্র।
ঘটনার দুদিন পর অবশেষে দিনহাটা থানা পুলিশের সাফল্যে গ্রেফতার হয় দুজন। আজ দুজনকেই দিনহাটা মহকুমা আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ
thanks