Donald Trump Declares Victory, Promises A 'Golden Age' For America

Donald Trump Declares Victory, Promises A 'Golden Age' For America


ডোনাল্ড ট্রাম্পই হবেন মার্কিন প্রেসিডেন্ট। সারা বিশ্বের নেতারা ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাওয়া ১৩ জন প্রেসিডেন্টের সঙ্গে যোগ হলো ট্রাম্পের নাম।


নির্বাচনে তিনি তার গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার ভাষণে ট্রাম্প বলেন, 'এটি হবে আমেরিকার স্বর্ণযুগ... আমেরিকা আমাদের অভূতপূর্ব ম্যান্ডেট দিয়েছে।'


এ সময় ট্রাম্প যুদ্ধ নিয়ে বড় ধরনের বক্তব্যও দিয়েছেন। সর্বশেষ ভাষণে ট্রাম্প ইসরায়েল ও ইউক্রেনের যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলেন, আমি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি, আর কোনো যুদ্ধ হতে দেব না। এর বাইরে তার আগের মেয়াদের কথা মনে করিয়ে দিতে গিয়ে তিনি বলেন, আমরা চার বছরে কোনো যুদ্ধ করিনি। যদিও ISIS পরাজিত হয়েছিল।


আমেরিকান সেনাবাহিনী সম্পর্কে ট্রাম্প বলেন, আমরা আমাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করব এবং যুদ্ধের অবসান চাই।


তিনি আরও বলেন, আমার প্রেসিডেন্ট থাকাকালে পৃথিবীতে বড় কোনো যুদ্ধ শুরু হয়নি। নির্বাচনের আগেও ট্রাম্প যুদ্ধের বিরুদ্ধে কথা বলে আসছেন। তিনি নির্বাচনের আগে বলেছিলেন, আমি রাষ্ট্রপতি হলে যুদ্ধ শুরু হতো না। হামাস ও ইসরায়েল সম্পর্কে তিনি আরও বলেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে ৭ই অক্টোবরের মতো পরিস্থিতি তৈরি হতো না। আমি তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করব।