Train Accident: এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনে আবর্জনা পরিষ্কারে ব্যস্ত ৪ রেল কর্মীর মৃত্য
রেললাইনে (Railway Track) আবর্জনা (Garbage) পরিষ্কারে ব্যস্ত ছিলেন চার কর্মী। পিছন থেকে আচমকা চলে আসে এক্সপ্রেস ট্রেন (Express Train)। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চার চুক্তিভিত্তিক ঠিকাকর্মীর।
ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) পলক্কড় জেলার শোরনূরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার দুপুরে কেরলের পালাক্কড় জেলায় শোরানুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। দুপুর ৩টে নাগাদ স্টেশনের অদূরেই শোরানুর রেলসেতুর কাছে লাইন থেকে আবর্জনা পরিষ্কার করছিলেন চার জন সাফাইকর্মী। তখনই দ্রুতগতিতে ছুটে আসা তিরুঅনন্তপুরমগামী কেরল এক্সপ্রেস (Express Train) তাঁদের ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন চার জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের।
পুলিশ সূত্রে খবর, তিনজনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। আরও একটি দেহের খোঁজ চলছে। মনে করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় (Express Train) সম্ভবত নদীতে ছিটকে গিয়ে পড়েছেন তিনি।
শোরানুর রেল পুলিশের এক কর্তা জানিয়েছেন, সম্ভবত ওই সাফাইকর্মীরা দ্রুতগতিতে আসা ট্রেনটি দেখতে পাননি। তার জেরেই এই দুর্ঘটনা। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত চলছে। চতুর্থ কর্মীর দেহ খুঁজতে শুরু হয়েছে উদ্ধার অভিযান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊