Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনলাইনে প্রতারণা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার

অনলাইনে প্রতারণা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার

East Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

অনলাইনে প্রতারণা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।



আমরা হামেশাই দেখতে পাই যে অনলাইনে কোন জিনিসপত্র ক্রয় করতে গিয়ে অধিকাংশ সময়ে প্রতারিত হচ্ছেন সাধারন মানুষজন। আর এই প্রতারিত হওয়া ব্যক্তিরা বিচারের সঠিক জায়গা খুঁজে না পাওয়ার জন্য তারা নিয়মিত প্রতারিত হতে চলেছে‌। অনলাইনে প্রতারণা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।শুধু তাই নয় দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে নার্সিংহোম ও ফ্ল্যাট ক্রয় বিষয়ক যদি কোন ব্যক্তি মনে করেন যে এখানে তিনি প্রতারিত হচ্ছেন তাহলে ক্রেতা সুরক্ষা কেন্দ্রে অভিযোগ জানালে তা অতি শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করে তা শুরাহা করা হবে। দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম ক্রেতা সুরক্ষা মেলা শুরু হল পূর্ব বর্ধমানের উৎসব ময়দানে।


তিন দিনব্যাপীয় এই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি,শ্রীকান্ত মাহাতো, স্বপন দেবনাথ,জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস সহ পূর্ব ও পশ্চিম বর্ধমানে প্রশাসনিক আধিকারিকরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code