নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ সাংসদ সৌমিত্রের, রাজ্যে মেয়েরা অসুরক্ষিত বললেন লকেট



বাঁকুড়ার তালডাংরা উপনির্বাচনের প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে ভোট প্রচারে পা মেলালেন, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার বাঁকুড়ার পাঁচমুড়া কুমোর পাড়া এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার সারেন তারা। 



প্রচার করতে এসে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেন, বিজেপি জিতলে মেয়েরাই মেয়েদের রক্ষা করবে। বলেন, 'আর.জি করের ঘটনা সবার জানা, এর পাশাপাশি বাঁকুড়ার ইন্দাস-কোতুলপুরেও গৃহবধূর উপর অত্যাচার হয়েছে। এখনও বিচার পায়নি। মেয়েরাই পারে মেয়েদের রক্ষা করতে। আমরা তোমাদের পাশে আছি।'



পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন, রাজ্যে এক জন মহিলা মূখ্যমন্ত্রী। তিনি অভিভাবক। তবুও এরাজ্যে মহিলারা সুরক্ষিত নন। ফলে মহিলাদের রক্ষা করতে পারে একমাত্র মহিলারাই। আর সব সময় বিজেপি মহিলাদের সঙ্গে আছে বলে তিনি দাবি করেন।

পাশাপাশি তৃণমূলকে চোর বলে কটাক্ষ করতে দেখাগেল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে। এছাড়াও তিনি এলাকায় ধর্ষনের ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন।