Sitai Assembly By Election 2024: শুরু হলো সিতাই উপনির্বাচনের ভোট প্রক্রিয়া
সিতাই:সিতাই উপনির্বাচনের ভোট শুরুর আগেই ভোট দিতে না যাওয়ার হুমকির অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করে বিজেপি । তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আজ সকাল ৭ টা থেকেই শুরু হয়েগেছে সিতাইয়ে ভোট পর্ব। গোসানিমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুটি বুথে ভোটদান প্রক্রিয়া শুরু। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বুধবার দিন নির্দিষ্ট সময় সকাল সাতটায় ৬/১৩১ ও ১৩২ নম্বর বুথের ভোটদান প্রক্রিয়া শুরু হয়।
ভোটকেন্দ্রের দুটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে সুষ্ঠুভাবেই এই ভোট দান প্রক্রিয়া শুরু হয়।
এদিন সায়ের আলী নামে এক ভোটার ভোটদান করে জানান সকাল সকাল সুষ্ঠ ভাবে ভোট দিলাম। কোনরূপ সমস্যা ছাড়াই ভোটদান করে বাড়ি যাচ্ছি এবং এখন গিয়ে নিজের কাজে যাবো...
0 মন্তব্যসমূহ
thanks