Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোট কেন্দ্রে যাওয়ার আগেই কমিশনের অব্যবস্থায় ক্ষোভ ভোটকর্মীদের

ভোট কেন্দ্রে যাওয়ার আগেই কমিশনের অব্যবস্থায় ক্ষোভ ভোটকর্মীদের 

Before going to the polling station, the poll workers are angry with the commission's mismanagement


দিনহাটা:

দিনহাটা কলেজ DC/RC সেন্টারে নির্বাচন কমিশনের চরম অব্যবস্থাপনায় ভোগান্তিতে ভোট কর্মীরা। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নির্ধারিত যে গাড়ি, সেই গাড়ি DC/RC চত্বরে না আসায় বাধ্য হয়ে ইভিএম ভিভিপ্যাড সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে DC/RC থেকে টোটো করে বা পায়ে হেঁটে গাড়ি ধরতে যেতে হচ্ছে ভোট কর্মীদের।

টোটো করে গাড়ি ধরতে যাওয়ার জন্যই ক্ষোভের সৃষ্টি হয়েছে ভোট কর্মীদের মধ্যে। ভোট কর্মীদের অভিযোগ, তাদের বলা হয়েছিল ডিসিআরসি চত্বর থেকে তাদের শাটল গাড়ি করে নিয়ে যাওয়া হবে কিন্তু বাস্তবে তার উল্টো, গাড়ি না থাকায় টোটো করে ইভিএম এর মতো গুরুত্বপূর্ণ জিনিস সহ অন্যান্য জিনিস নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে তাদের জন্য অপেক্ষারত গাড়ির কাছে যেতে হচ্ছে।

তাদের আরো প্রশ্ন সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় এই এক কিলোমিটার রাস্তা যেতে যদি তাদের উপর কোন রকম আক্রমণ হয় বা ইভিএম মেশিন লুট হয় তাহলে এর দায় কে নেবে !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code