Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রায় এক বছর পর মাঠে নামছেন মহম্মদ শামি

প্রায় এক বছর পর মাঠে নামছেন মহম্মদ শামি

Mahammad Shami



প্রায় এক বছর পর মাঠে নামছেন মহম্মদ শামি। বাংলা দলের পেসার হিসেবে মাঠে নামছেন তিনি। জানা যাচ্ছে রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামছে মহম্মদ শামি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় পেসার।। বুধবার থেকেই মাঠে নামছেন তিনি।

গত বছর এক দিনের বিশ্বকাপের ফাইনালে শেষ বার খেলতে দেখা গিয়েছিল শামিকে। ১৯ নভেম্বর সেই ম্যাচে ভারত জিততে পারেনি। চোট গ্রস্থ হওয়ায় চিশামির গোড়ালিতে চোট ছিল। সমস্যা ছিল হাঁটুতেও। সেই সব কিছু সারিয়ে মাঠে ফিরছেন শামি। বাংলার দলের জন্য এটা যেমন স্বস্তির, তেমনই স্বস্তি দেবে ভারতীয় দলকেও। চিকিৎসা চলছিল তাঁর।

অস্ট্রেলিয়া সফরের আগে শামি সুস্থ হয়ে ওঠায় অনেকটা চিন্তা কমবে রোহিত শর্মাদেরও। এদিকে বাংলা দলে বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশ দীপ এবং মুকেশ কুমার নেই। ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় তারা। গত ম্যাচে চোট পেয়েছেন ঈশান পোড়েলও। এমতাবস্থায় শামি থাকায় বাংলা দলের অনেকটা লাভ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code