মাটিগাড়ায় আইটি পার্কে পুলিশি হানা, গ্রেপ্তার ম্যানেজার সহ ১৬ জন মহিলা ও ১৩ জন পুরুষ কর্মী


Police attack on IT park in Matigara


শিলিগুড়ি : মাটিগাড়ায় পরিবহণ নগরে আইটি পার্কের কল সেন্টারের আড়ালে চলছিল অবৈধ কাজ। মাটিগাড়া থানার পুলিশ ও এসওজির যৌথ অভিযানে সাফল্য। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই অবৈধ কল সেন্টারের ম্যানেজার আনসার আলিকে। আটক ১৬ জন মহিলা ও ১৩ জন পুরুষ কর্মী।

পুলিশ সূত্রে খবর, ওই কল সেন্টারে কল সেন্টারের নামে বিদেশে ও দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ফোন করে প্রতারণার ফাঁদ ছড়িয়েছিলেন তারা।

কাউকে লোন পাইয়ে দেওয়ার নাম করে তো কাউকে চাকরি নাম করে প্রতারণা চক্র চালাতো এই অবৈধ কল সেন্টার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।

তবে এই পুলিসি হানা প্রথম নয় , গত বছরের আগস্টেও মাটিগাড়ায় আইটি পার্কে পুলিস হানায় দেবাশিস রায়, আংশুমান সিং, বিশাল সিং নামে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলো।

তবে এভাবে শিলিগুড়ির ওয়েবেল আইটি পার্কে বার বার এমন ঘটনায় এবার প্রশ্ন উঠতে শুরু করেছে।