কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধীতায় মহা মিছিল সংযুক্ত কৃষাণ মোর্চা ও বামপন্থী ট্রেড ইউনিয়নের

Left Front


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, শ্রমিক কৃষক বিরোধী, দেশ বিরোধী, কর্পোরেট তোষণকারী নীতির প্রতিবাদে এবং দেশ রক্ষার‌ সার্থে মঙ্গলবার গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও মহা মিছিল সমাবেশে সামিল হলো সংযুক্ত কৃষাণ মোর্চা ও বামপন্থী ট্রেড ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটি।

এদিনের মহা মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য অমল হালদার, সৈয়দ হোসেন,আভাষা রায় চৌধুরী সহ অন্যান্যরা। এদিন বর্ধমান রেল স্টেশন থেকে মিছিল করে কার্জন গেটের সামনে সমাবেশ করেন।এর পর জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এদিনের মহা মিছিলে অমল হালদার বলেন কৃষকের ফসলের ন্যায্য দাম সহায়ক মূল্যে দিতে হবে। রাজ্যের ধান চাষী,পাট চাষী,আলু চাষী সকলে অবস্থা খারাপ।আলু চাষের জন্য সারের কালো বাজারি চলছে।তার ব্যবস্থা গ্ৰহন করতে হবে সরকারকে।

অমল হালদার বলেন আমাদের দাবিতে উল্লেখ করা হয়েছে নদী বাঁধ গুলোকে ঠিক করতে হবে। নিকাশি ব্যবস্থা স্বচ্ছল রাখতে হবে।মালদা, মুর্শিদাবাদে নদীর ধস নামছে তাতে বিঘার পর বিঘা চাষের জমি নদীর জলে তলিয়ে যাচ্ছে বলে জানান অমল হালদার।অমল হালদার বলেন দাবিতে উল্লেখ করা হয়েছে গোটা দেশে বিদ্যুৎ বিল বাড়ছে সেবিষয়ে ব্যবস্থা গ্ৰহন করতে এবং স্মার্ট মিটার বাতিল করতে হবে বলে দাবি করেন সংযুক্ত কৃষাণ মোর্চা ও বামপন্থী ট্রেড ইউনিয়ন।