Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের নিয়ে তৃণমূল নেতার কটুক্তি ! তীর ধনুক হাতে পথ অবরোধ

সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের নিয়ে তৃণমূল নেতার কটুক্তি ! তীর ধনুক হাতে পথ অবরোধ

road block


সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের কটুক্তি তৃনমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাসের! সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণ দাসের পোস্টে বলা হয়- "করলাভলী চা বাগানে সংস্কৃতি অনুষ্ঠানের সঙ্গে চলছে সুন্দর খেলা যা নাম জুয়া। আয়োজক এবং উদ্বোদকে জানাই আন্তরিক অভিনন্দন। যুব সমাজকে ভালো দিশা দেখার জন্য। স্বর্ণ কারে চিনে সোনা, শুকরে চিনে কচু। এই চোররা আবার বড় বড় কথা বলে। সময় কথা বলবে, সমাজটাকে শেষ করে দিচ্ছে । এদের কোন জাত হয় না, রাজনীতি রং হয় না, এরা হল বেইমান।"

এই পোস্ট ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন চা বাগানে শ্রমিকরা। শিলিগুড়ি থেকে আসাম যাওয়ার NH31-D রোড, আসাম মোড় এর কাছে তীর- ধনুক, ধামসা- মাদল নিয়ে বিক্ষোভ স্লোগানের মধ্য দিয়ে কৃষ্ণ দাসকে ধিক্কার জানায় আদিবাসিরা।

এদিন কৃষ্ণ দাসের ছবি দেওয়া কুশপুতুল হাতে শ্রমিকরা রাস্তায় বসে পড়েন। পথ অবরোধে বহু দূর-পাল্লার গাড়ি আটকে পড়ে। চরম বিপাকে যাত্রীরা।

কোতোয়ালি থানার আইসি, সদর ট্রাফিকের পুলিশ আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়।

প্রতিবাদকারীদের দাবী, তৃণমূল নেতা কৃষ্ণ দাস আদিবাসীদের নিয়ে কটুক্তি করছেন,তাই এখানে এসে ক্ষমা চাইতে হবে কৃষ্ণ দাসকে । পাশাপাশি কৃষ্ণ দাসের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক এই দাবিও আদিবাসী সমাজের।

সকাল দশটা থেকে অবরোধ চলছে। তবে এ বিষয়ে কৃষ্ণ দাসকে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code