কালী পূজার বিসর্জন বোমা বাজির অভিযোগ, ভাঙলো বাড়ির দরজা ও জানলা কাচ, আতঙ্কে পরিবার

Kali Puja



কালী পূজার বিসর্জন বোমা বাজির অভিযোগ। বোমাবাজি জেরে ভাঙলো বাড়ির দরজা ও জানলা কাচ, আতঙ্কে পরিবার। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা। রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়িয়া নবগ্রাম ঝিল রোডের পাশেই বাড়ি সিদ্ধার্ত অধিকারীর। 


সিদ্ধার্থ বাবুর পরিবারের অভিযোগ, রাত সাড়ে দশটা নাগাদ কালীপুজোর একটি প্রশেসন যাচ্ছিল, হঠাৎই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি, সঙ্গে বিকট শব্দ। তারপরেই তারা বেরিয়ে দেখেন বাড়ির সামনের দরজা ও জানলার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। বেশ কিছু কাচের টুকরো বারান্দা ও ঠাকুর ঘরের দালানেও পড়েছে। বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার সুতুলি। রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে অধিকারী পরিবার। কি কারণে বা কি উদ্দেশ্যে বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটলো তা নিয়ে ধন্দ্বে রয়েছে আতঙ্কিত অধিকারী পরিবার। 


বাড়ির সামনে বোমা ফাটানো হয়েছে বলে আতঙ্কিত পরিবার দাবি করলেও সেটা বোমা না অন্য কোন বাজি তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।