মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বিতাড়িত হলেন পানামার প্রতিযোগী
মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বিতাড়িত হলেন পানামার প্রতিযোগী ১৯ বছর বয়সি ইটালি মোরা। নিয়ম ভেঙে প্রেমিকের হোটেলে গিয়ে রাত কাটানোর জেরে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর। যদিও সরকারি ভাবে এখনোও কিছু জানানো হয়নি।
মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না প্রতিযোগীরা। কিন্তু সেই নিয়ম ভেঙে প্রেমিকের সঙ্গে রাত্রিবাস করেন মোরা। এরপরেই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয় মোরাকে। আয়োজকদের তরফে বলা হয়, মোরার ব্যক্তিগত ‘অপরাধ’-এর জন্যই তিনি বাদ পড়ছেন প্রতিযোগিতা থেকে। পানামার তরফ থেকে জানানো হয়, মিস ইউনিভার্সে নতুন করে কোনও প্রতিযোগীকে পাঠানো সম্ভব হবে না। এমনকি মিস পানামার খেতাবও কেড়ে নেওয়া হয়েছে মোরার থেকে।
এই ঘটনার পর হতাশ মোরা। বিশ্বসুন্দরীর দৌঁড়ে এভাবে বাদ পড়বেন তা হয়তো তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। তবে নিয়ম না জেনে ভুল করে ফেলেছেন বলে স্বীকার করে নেন মোরা। ফাইনাল ১৬ই নভেম্বর তার ঠিক চারদিন আগে প্রতিযোগিতা থেকে বহিস্কৃত মোরা।
প্রতিযোগিতার শুরু থেকেই বিতর্কে জড়ান মোরা। প্রথমে মোরার অভিযোগ ছিল আয়োজকরা তাঁর পছন্দ মতো পোশাক দিতে পারেনি। পরে মোরার বয়ফ্রেন্ড জুয়ান ৭ হাজার ডলার খরচ করে পোশাক নেন। জুয়ান মোরাকে ক্যারোলিনা হেরেরার ডিজাইনার পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য। শোনা যায়, মোরার মেকআপ এবং হোটেলের খরচ দেওয়ার ক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের। সেই খরচও বহন করেন জুয়ান। প্রথম থেকেই ক্ষুব্ধ ছিলেন মিস ইউনিভার্সের আয়োজকরা।
0 মন্তব্যসমূহ
thanks