কমিশন‌ বাড়ানোর দাবি জানিয়ে সাংসদের দ্বারস্থ ন্যাশনাল স্মল‌ সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশন

national-small-savings-agents



কমিশন‌ বাড়ানোর দাবি জানিয়ে জলপাইগুড়ির সাংসদের দ্বারস্থ হলেন ন্যাশনাল স্মল‌ সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক রঞ্জিত সাহা‌ বলেন, বর্তমানে সিনিয়র সিটিজেনদের জন্য থাকা‌ স্মল‌ সেভিংস প্রকল্পের ক্ষেত্রে এজেন্টদের কোন‌ও কমিশন‌ দেওয়া হচ্ছে না। এছাড়া পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও‌ কমিশন পাচ্ছেন না তারা।

এই বিষয়গুলো নিয়ে সারা দেশজুড়ে সাংসদদের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্মল‌ সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তার‌ই অঙ্গ হিসেবে এদিন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়ের হাতে একটি দাবিপত্র‌ তুলে দেওয়া হয়েছে।

সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় বলেন, কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে এজেন্টরা একটি দাবিপত্র‌ দিয়েছেন। বিষয়টি দেখা হবে।