জন্মদিনের ব্যতিক্রমী উদ্যোগ বিশেষ চাহিদা সম্পন্ন যুবক আসিফের
জন্মদিনের ব্যতিক্রমী চিন্তাভাবনা নিয়ে গাছ লাগানোর কর্মসূচি নিলেন বিশেষ চাহিদা সম্পন্ন যুবক আসিফ ইকবাল।
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ১২ ই নভেম্বর সকাল সকাল তার হুইলচেয়ারে চেপে বাবার সহযোগিতায় দেবী বাড়ি এলাকায় বৃক্ষরোপণ এর অভিনব উদ্যোগ গ্রহণ করলেন আসিব। তার এই ৩১ তম জন্মদিনে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন।
এই উদ্যোগে সামিল হয়েছেন কোচবিহার কোতোয়ালি থানার আই.সি তপন পাল, ডি.এস.পি হেডকোয়ার্টার চন্দন দাস, সমাজকর্মী অলোক কুমার গুহ, রাজা বৈদ্য, প্রশান্ত দেব অধিকারী, কোচবিহার টাউন হাই স্কুলের শিক্ষিকা নিতু দাস প্রমুখ।
আসিফ ইকবাল এর বাবা আরফাত আলী বলের ছেলের খুশিতে আমার খুশি। ও সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখে। আজ ও তার 31 তম জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊