ধান বোঝাই লরির ধাক্কায় মৃত্যু কৃষকের, চাঞ্চল্য এলাকাজুড়ে
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
সাতসকালে পূর্ব বর্ধমানের বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের মোগলমারী বাজারে একটি ধান বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো এক কৃষকের।মৃত কৃষকের নাম সেখ মাসেম।বয়স ৬৫ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরামবাগ থেকে আসা একটি ধান বোঝাই লরি হঠাৎ করে বর্ধমান আরামবাগ রোড থেকে বৈঁয়াইচন্ডী রোডে ঢুকে পড়ে। সেই সময় মোগলমারী গ্রামের সেখ মাসেম কৃষি কাজের জন্য শ্রমিক খুঁজতে বাজারে এসেছিলেন। লরিটি তাকে জোরে ধাক্কা মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে সেহারা বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লরি চালককে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
0 মন্তব্যসমূহ
thanks