Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather News: ষষ্ঠীতেই শুরু বৃষ্টি ! বজ্রপাতে মৃত ১

Weather News: ষষ্ঠীতেই শুরু বৃষ্টি! বজ্রপাতে মৃত ১

weather news update


উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত উত্তরের জেলাগুলিতে মাঝারি বা হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠীর দিন থেকেই ভিজবে একাধিক জেলা।

আবহাওয়ার রিপোর্ট অনুসারে, আগামী ৯ ও ১০ অক্টোবর আকাশ মেঘলা, ১১ থেকে ১৩ অক্টোবর মুলত পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে।

তবে কোচবিহার আগামী ৯ ও ১০ অক্টোবর মাঝারি বৃষ্টি, ১১ থেকে ১৩ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি - আগামী ৯ অক্টোবর মাঝারি বৃষ্টি, ১০ থেকে ১৩ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

দুই দিনাজপুরেও আগামী ৯ থেকে ১৩ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে দুর্গাপূজার পঞ্চমীর দিন বিকেলে সালানপুর ব্লকের আছাড়ায় নতুন পুকুরে স্নান করতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। আছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অনিমা রুইদাস এদিন স্নানের জন্য আছড়া স্কুল সংলগ্ন নতুন পুকুরে গিয়েছিলেন। ঠিক সেই সময় আচমকা বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনাটি জানতে পরেই সেখানে পৌঁছায় রূপনারায়ণপুর পুলিশ। এ বিষয়ে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন দেহের ময়নাতদন্তের পর সরকারিভাবে ওই পরিবারটিকে নিয়মমাফিক সহায়তা করা হবে।তাছাড়া একই সাথে এদিন বিকিলে রূপনারায়ানপুর দূর্গা মন্দির সংলগ্ন প্রশান্ত ভট্টাচার্য এর বাড়ির ছাদে বজ্রপাত পড়ে যার ফলে বাড়ির ছাদের সামান্য অংশ ভেঙ্গে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code