Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভেটাগুড়ি ১ নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

ভেটাগুড়ি ১ নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

Trinamool Congress factional conflict in Vettaguri 1 zone is open

দিনহাটা: 

ভেটাগুড়ি তে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে মিছিল করল দলের কর্মীরাই। মঙ্গলবার সকালে এই ঘটনায় ভেটাগুড়ি ১ নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মিছিলের এই ঘটনায় শোরগোল পরে যায়। 

অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ধীরেন্দ্র নাথ বর্মনের বিরুদ্ধে গোষ্ঠীবাজির অভিযোগ তুলে দলের কর্মীরা ভেটাগুড়ি বাজারে মিছিল করে। এই বিষয়ে অঞ্চল তৃণমূল নেতৃত্ব আনন্দ বর্মন অভিযোগ করে বলেন দলের অঞ্চল সভাপতি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে ঘোরাঘুরি করেন। অঞ্চল নেতৃত্বকে কোনকিছু না জানিয়েই নিজেই  সবকিছুর সিদ্ধান্ত নেন। 

পাশাপাশি দলের দিনহাটা এক নম্বর ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন বলেন আমি বিষয়টি সঠিক ভাবে জানিনা। দলের অঞ্চল সভাপতি ধীরেন্দ্র নাথ বর্মন গতকাল রাতে বিজেপির এক পঞ্চায়েত সদস্যাকে দলে যোগদান করিয়েছেন, যেটা ঠিক করেননি। কারণ অন্য দলের থেকে তৃণমূলে কাউকে যোগদান করালে অঞ্চল নেতৃত্ব এবং ব্লক সভাপতি হিসেবে আমাকে জানানো দরকার। কিন্তু তিনি সেটা করছেন না। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code