Latest News

6/recent/ticker-posts

Ad Code

চোখে জল, পেটে খিদে, নেই দেখাশোনার কেউ, অসহায় মা হারা পাঁচটি কুকুর ছানা

চোখে জল, পেটে খিদে, নেই দেখাশোনার কেউ, অসহায় মা হারা পাঁচটি কুকুর ছানা

Tears in the eyes, hunger in the stomach, no one to look after, helpless mother lost five puppies



চোখে জল, পেটে খিদে, নেই দেখাশোনার কেউ। মা হারা পাঁচটি কুকুরের ছানা অনাহারে করুন অবস্থায় জলপাইগুড়ির আনন্দপাড়ায়।

পাচটি কুকুরের ছানা অসহায় অবস্থায় রয়েছে জলপাইগুড়ি পৌরসভার আনন্দ পাড়াতে। কয়েকদিন আগে তার মা অসুস্থ অবস্থায় মারা যায়। এবং রেখে যায় ছয়টি ছানাকে। তার মধ্যে একটি ছানা মারা যায়। বাকি পাঁচটি ছানা আনন্দ পাড়ায় রাস্তার ধারে রয়েছে।

এলাকার দু একজন বাসিন্দারা তাদের দেখাশোনা করলেও তারা সবসময় বাড়িতে থাকে না। তাই এই পাঁচটি ছানাকে উদ্ধার করলে কৃতজ্ঞতা প্রকাশ করবে এলাকার বাসিন্দারা । আর কেউ যদি ইচ্ছা প্রকাশ করে তাদের নিয়ে গিয়ে পোষ মানাবে তাহলেও অনেকটাই উপকৃত হবে বলে এলাকার সেই সমস্ত বাসিন্দারা বলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code