Latest News

6/recent/ticker-posts

Ad Code

থিম ছেলেবেলা, উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজোয় চমক

উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন

Puja


জগৎ ও জীবনকে প্রথম চেনার পর্ব ছেলেবেলা। ছোটো ছোটো সুখ-দুঃখ মাখা সেই সময়। তাই এবারে বীরভূম জেলার দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজোর থিম ভাবনা ছেলেবেলা। দুর্গাপুজোয় উত্তরাঞ্চল মানেই থিমের চমক। তাঁদের থিমের টানেই দূর দূরান্ত বহু মানুষ এখানে পুজো দেখতে আসেন। গতকাল মঙ্গলবার চতুর্থীর সন্ধ্যায় দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করা হয়। 



এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে দুর্গাপুজোর উদ্বোধন করলেন পাঁচড়া গীতাভনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। তাঁর সঙ্গে ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জী, বনমালী ঘোষ, সাগর কুন্ডু, অধ্যাপক রবীন ঘোষ প্রমুখ। তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল ক্লাবের সভাপতি দেবাশিষ মুখার্জী, সহ-সভাপতি বিদ্যুৎ বরন মাহাতা, সম্পাদক কল্যাণ চক্রবর্তী, পুজো কমিটির সম্পাদক করন চৌধুরি, সহ-সম্পাদক রিপন দে, সভাপতি ডাক্তার বিশ্বজিৎ দে, কোষাধ্যক্ষ পিণ্টু মজুমদার, গোপী দেওয়াশী সহ ক্লাবের সদস্যরা। 


উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজো এবারে ৪৪ বছরে পা দিল। এ বছর তাঁদের থিম ভাবনা ছেলেবেলা। খরচ প্রায় ১৫ লক্ষ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code