Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুক্তি পেলো আরাধ্যার পুজোর গান

মুক্তি পেলো আরাধ্যার পুজোর গান

মুক্তি পেলো আরাধ্যার পুজোর গান



সোমবার সন্ধ্যায় এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাধ্যা মজুমদারের পুজোর গান প্রকাশ হলো । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার শুভাশিস দাশ, রবিন দাস শিল্পী বিপ্লব দেব ভাস্কর মজুমদার, ভোলা নাথ মজুমদার প্রমুখ।

তিন বছর বয়সে গানের সাথে পরিচয় আরাধ্যার। বাড়িতে পিসি গান করত সেখানেই তার উত্সাহ তৈরি হয়, সাথে মা এর শিল্পীসত্ত্বার প্রভাব আর বাবার আগ্রহে গানের জগতে স্বচ্ছন্দে বিচরণ শুরু করে আরাধ্যা।

সংগীত শিল্পী বিপ্লব দেবের কাছে সংগীতের পাঠ নিতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। সম্প্রতি আকাশ বাংলাতে চ্যাম্পিয়ন হয়েছে আরাধ্যা। এবার পূজায় তার দুটি গান রিলিজ হয়েছে তার ইউ টিউব চ্যানেল এ ।

এদিনের অনুষ্ঠানে শুভাশিস দাশ বলেন আরাধ্যা নিয়মিতভাবে পুজোর গান প্রকাশ করছে বেশ ক বছর ধরে ,এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেও তিনি আশা প্রকাশ করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code