Cyclone Dana: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ডানা, ল্যান্ডফল প্রক্রিয়া চলছে
পূর্বাভাস মতোই আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। গতকাল রাত ১১:৩০ টা থেকে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যায়।
সুপার সাইক্লোন দানা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ওড়িশার ভিতর কণিকা ও ধামরার মধ্যবর্তী অঞ্চলে ল্যান্ডফল করেছে। পূর্ব মেদিনীপুরের দিঘা জুন পুট দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ, নামখানা , কাকদ্বীপ সহ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি হিঙ্গলগঞ্জ ছাড়াও অন্যান্য নদীর তীরবর্তী এলাকায় নদী বাঁধ ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে।
ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে । ১৯৯৯ সালে ওড়িশায় ঘটে যাওয়া সুপার সাইক্লোনের স্মৃতিকে যেন আবার স্মরণ করিয়ে দিচ্ছে সুপার সাইক্লোন দানা।
দানার দাপটে উত্তাল পরিস্থিতি এই রাজ্যের উপকূলেও। তীব্র জলোচ্ছ্বাস দিঘা, মন্দারমণিতে। প্রবল জলোচ্ছ্বাস দেখা যায় বকখালি-ফ্রেজারগঞ্জেও। উপকূলের বাসিন্দাদের আশ্রয় শিবিরগুলিতে এনে রাখা হয়েছে।
ল্যান্ডফল প্রক্রিয়া যতক্ষণ ধরে চলবে ঝড়-বৃষ্টির দাপটও জোরালো থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শুক্রবারও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে এই জেলাগুলি ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলিতে দুর্যোগ চলবে।
0 মন্তব্যসমূহ
thanks