তৃণমূলের প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে মহারাজের সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা
সিতাই:
সিতাই জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে তৃণমূলের বিজয়া সম্মিলনী ও উপ নির্বাচনী কর্মীসভা। সোমবার বিকেল ৪:৩০ মিনিট নাগাদ এই বিজয়া সম্মেলনী ও উপনির্বাচনী কর্মীসভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী উদয়ন গুহ, সিতাই বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তিপদ মন্ডল, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু রায় প্রামানিক ছাড়াও অন্যান্য নেতৃত্ব।
এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়কে কমপক্ষে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী করতে হবে। এছাড়াও এদিন তৃণমূলের সকল বক্তারা কেন্দ্রীয় বিজেপি নেতাদের কটাক্ষের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন।
বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের স্বামীজির সাথে দেখা করলেন রাজ্যের নারী ও শিশু বিষয়ক দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।
সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ উক্ত সেবাশ্রমে এসে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ কে প্রণাম জানানোর পাশাপাশি, সদ্য কয়েকদিন আগে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ দ্বারা স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ যে হেনস্থা হন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যের এই মন্ত্রী।
একই সাথে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ যে ঘৃণ্য কাজ করেছে তা নিন্দনীয়, তিনি আরো জানান এই ঘটনা নিয়ে পরবর্তীতে স্বামীজীর অভিযোগ এবং স্বামীজীর সঙ্গে কথা বলেই প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। তবে মন্ত্রীর হঠাৎ সেবাশ্রমে আসার বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই স্বামীজীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি এসেছেন।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊