দিনহাটায় নেশাগ্রস্থ বাইক চালকদের ধরতে বিশেষ অভিযান পুলিশের

Special operation of police to catch intoxicated bikers at Dinhata


দিনহাটা:

নেশাগ্রস্ত বাইক চালকদের ধরতে পুজোয় বিশেষ অভিযান চালালো ট্রাফিক পুলিশ। পঞ্চমীতেই সারা জেলা জুড়ে অভিযান চালানো হয়। দিনহাটার শিমুলতলা নাকা পয়েন্টে দীর্ঘ সময় বাইক চালকদের ব্রেথ এনালাইজার দিয়ে পরীক্ষা করে পুলিশ। একাধিক মদ্যপ্য চালকের বিরুদ্ধে আইনি অনেক ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশের এই অভিযানে উপস্থিত ছিলেন কোচবিহার ট্রাফিক ইন্সপেক্টর সুভাষ চন্দ্র রায়, দিনহাটা থানার ট্রাফিক ওসি কল্যাণ রায় সহ একাধিক পুলিশ কর্তারা ।