সিতাই-সহ রাজ্যের ৬ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী কারা?
ইতিমধ্যে রাজ্যে বিধানসভা উপনির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। একদিকে যখন আরজি কর কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য এই পরিস্থিতিতে উপনির্বাচনের ঘোষনা। ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তারপর প্রার্থী তালিকা প্রকাশ করলো রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের প্রার্থিতালিকা ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে সিতাইয়ে প্রার্থী করা হয়েছে সঙ্গীতা রায়কে। মাদারিহাটে প্রার্থী হচ্ছেন জয়প্রকাশ টোপ্পো, নৈহাটিতে সনৎ দে, হাড়োয়ায় শেখ রবিউল ইসলাম, মেদিনীপুরে সুজয় হাজরা এবং তালড্যাংরায় ফাল্গুনী সিংহবাবু।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফল ঘোষণা হবে গণনা ২৩ নভেম্বর। যে ছয় আসনে এদিন প্রার্থিতালিকা প্রকাশ করেছে, তার মধ্যে মাদারিহাট ছাড়া, সবক'টি আসনই শাসক দলের দখলে ছিল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে মাদারিহাট থেকে বিজেপি-র বিধায়ক হন মনোজ টিগ্গা। তিনি সম্প্রতি লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন ফলে এই কেন্দ্রে উপনির্বাচন। হাড়োয়ার আসনটি ছেড়ে বসিরহাটে থেকে সম্প্রতি সাংসদ হন নুরুল ইসলাম। ক্যান্সারে ভুগে মৃত্যু হয় তাঁর। হাড়োয়ায় রবিউলকে দাঁড় করিয়েছে তৃণমূল। এদিকে কোচবিহার জেলার পিতাই বিধানসভায় প্রার্থী সঙ্গীতা রায়। সিতাইয়ে বিধায়ক ছিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। কিন্তু লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কোচবিহারের সাংসদ হন তিনি। ফলে এই কেন্দ্র বিধায়ক শূন্য।
0 মন্তব্যসমূহ
thanks