Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্যামা সঙ্গীত প্রকাশ দিনহাটায়

শ্যামা সঙ্গীত প্রকাশ দিনহাটায়

শ্যামা সঙ্গীত প্রকাশ দিনহাটায়


বাংলা ভক্তিগীতির ধারায় আগমনী বিজয়ার গান যেমন বাঙালির চিরকালের আকর্ষনের বিষয়, তেমনি শ্যামাসঙ্গীতও বিশেষ স্থান দখল করে আছে বাঙালির জীবনে। শ্যামাসঙ্গীতের পদগুলিতে কালী বা শ্যামা মাতৃরূপে ও ভক্ত সাধক সন্তানরূপে কল্পিত। ভক্তের প্রাণের আবেগ, আকুতি, আবদার, অনুযোগ, অভিযোগ, দুঃখ-কষ্ট-যন্ত্রণার নিবেদন ছন্দোবদ্ধ হয়ে গীতধারায় প্রকাশিত হয় শ্যামাসঙ্গীতে।

আজ শ্যামা মায়ের রাতুল চরণে অঞ্জলি নিবেদনের দিন দিনহাটায় প্রকাশিত হলো দুটি শ্যামা সঙ্গীত। বৃহস্পতিবার দুপুরে এক ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দুটি শ্যামা সঙ্গীতের ভিডিও প্রকাশ পেলো।

অন্যা সাহার 'জবা ফুলে সাজিয়ে আসন' এবং মৌসুমী বর্মনের 'মনের জমি চাষ করেছি'। দুই গানেরই গীতিকার শুভাশিস দাস, সুরকার বিপ্লব দেব, সঙ্গীত পরিচালক রুদ্রাশিস সাহা।

এদিনের ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার শুভাশিস দাশ, সুরকার বিপ্লব দেব, সংগীত পরিচালক রুদ্রাশিস সাহা, সাহিত্যিক তীর্থঙ্কর মন্ডল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code