গান্ধীজয়ন্তীতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল ‘জন সুরজ’
গান্ধীজয়ন্তীতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল ‘জন সুরজ’। ২০২২ সালে গান্ধীজয়ন্তীর দিন থেকেই শুরু হয়েছিল ভোটকুশলী প্রশান্তের ‘জন সুরজ’ কিন্তু এতদিন এর পরিচিতি ছিল বিহারের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকা। প্রান্তিক মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো বিষয়গুলি নিয়ে সরকারের উপর চাপ তৈরির উদ্দেশে শুরু হয়েছিল দু বছর পর এবার সেই জন সুরজ আত্মপ্রকাশ করলো রাজনৈতিক দল হিসেবে।
আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন তার আগে প্রশান্ত কিশোরের এই দলের আত্মপ্রকাশ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। হয়তো আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের সব আসনেই লড়তে পারেন জন সুরজ। অবসরপ্রাপ্ত কূটনীতিক মনোজ ভারতীকে করা হয়েছে দলের কার্যকরী সভাপতি। মধুবনী থেকে উঠে আসা দলিত মুখকেই আপাতত প্রথম সারিতে রাখা হয়েছে।
তবে মনে করা হচ্ছে দলটি প্রশান্ত কিশোর তৈরি করলেও তিনি সামনে থাকবেন না। আগামী বছরের মার্চে দলের নতুন সভাপতি বেছে নেওয়া হবে। তার আগে পর্যন্ত দায়িত্ব সামলাবেন মনোজই। দলের তিনটি প্রাথমিক উদ্দেশ্যের মধ্যে রয়েছে বিহারের প্রতিটি গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, ভয় দেখিয়ে নির্বাচন প্রভাবিত করার রীতিতে বদল আনা এবং বিহারকে দেশের সেরা ১০ রাজ্যের মধ্যে স্থান দেওয়া। পাশাপাশি আগেই জানা গিয়েছিল ক্ষমতায় আসলে মদ নিষিদ্ধ করা হবে।
0 মন্তব্যসমূহ
thanks