গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিস

dinhata



সাহেবগঞ্জ:

নাকা অভিযান চলাকালীন গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিস। ধৃত ওই যুবকের নাম কল্যাণ বর্মন।

বুধবার বিকালে গোবরাছাড়া নায়ারহাট পুলেরপাড় সংলগ্ন এলাকায় সাহেবগঞ্জ থানার অন্তর্গত নয়ারহাট তদন্ত কেন্দ্রের অধীনে পুলিসের নাকা অভিযান চলছিল। সেই মুহূর্তে এক যুবক স্কুটি নিয়ে দিনহাটা থেকে নয়ারহাটের দিকে যাওয়ার সময় পুলিস তাকে দাঁড়াতে বললে সে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করে।

এরপর পুলিস তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার স্কুটিতে অবৈধ গাজা রয়েছে। পরে দিনহাটা দুই নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং এর উপস্থিতিতে ওই স্কুটিতে তল্লাশি চালিয়ে ৬ কেজি অবৈধ গাজা উদ্ধার হয়।

উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শা ও নয়ারহাট ফাড়ির ওসি অজয় রায়। পুলিস স্বতঃ প্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই যুবক গাঁজা নিয়ে কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিস।