বিশ্বের বিস্ময় ১২৯ বর্ষীয় পদ্মশ্রী যোগগুরু স্বামী শিবানন্দর কোচবিহারে আগমন

Wonder of the World 129th Padma Shri Yoga Guru Swami Sivananda arrives in Cooch Behar



স্বামী শিবানন্দ হলেন একজন ভারতীয় যোগী সন্ন্যাসী এবং যোগগুরু। ১২৯ বছরের স্বামী ডক্টর শিবানন্দ পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি। ১৮৯৬ সালে ৮ আগস্ট বর্তমান বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে তাঁর জন্ম হয়।

জানা যায়, পিতা শ্রীনাথ গোস্বামী মাতা ভগবতী দেবী। মা, বাবা, কয়েক বছরের বড় দিদি আরতি সহ দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন ধারণ করতেন। চরম দারিদ্র্যতার কারণে ৪ বছর বয়সে উনাকে নবদ্বীপের বিখ্যাত সন্ন্যাসী স্বামী ওঙ্কারানন্দর কাছে দিয়ে দিয়ে দেন। এর দুই বছর পর, যখন তার বয়স ৬ বছর, তিনি সন্ন্যাসীর সাথে বাড়ীতে ফিরে এসে শোনেন দিদি না খেতে পেয়ে মারা গেছেন। বাড়ীতে আসার ৭ দিন পর মা-বাবা একই দিনে মারা যান। তিনি স্বামী ওঙ্কারানন্দের সাথে পিতা-মাতার শ্রাদ্ধ শেষ করে ১৯০১ সালে নবদ্বীপ গমন করেন।

ইতিমধ্যে বিদেশি অনুরাগীদের আমন্ত্রণে তিনি ইংল্যান্ড, গ্রিস, ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, ইতালি, হাঙ্গেরি, রাশিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, যুক্তরাজ্যসহ অর্ধশতাধিক দেশ সফর করেছেন।

গত মঙ্গলবার তিনি কোচবিহারের দিনহাটা মহকুমার খারুভাজে তাঁর নামাঙ্কিত আশ্রমে আসেন। এখান থেকেই তিনি কোচবিহারের গ্রাম থেকে গ্রামান্তরে ভক্তদের সাথে দেখা করতে যাচ্ছেন। গতকাল তিনি জিরানপুর অঞ্চলের কানিকাটা শেওয়াগুড়ির বাসিন্দা সুধাংশু রায়ের বাড়িতে যান। সেখানেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পরার মতন।

আজ গীতাযোগ প্রশিক্ষণ ও অ্যকিউ প্রেশার (যোগ) উপাচার কেন্দ্র, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী ও দিনহাটা নাগরিক মঞ্চের সম্মিলিত উদ্যোগে দিনহাটা গোসানী রোড মিনিবাস স্ট্যান্ড সংলগ্ন যোগ কেন্দ্রে প্রায় তিন শতাধিক ভক্ত বৃন্দ, দর্শনার্থীর উপস্থিতিতে বিশ্বের বিস্ময় ১২৯ বর্ষীয় পদ্মশ্রী যোগগুরু স্বামী শিবানন্দ বাবার শুভাগমন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতাযোগ প্রশিক্ষণ ও অ্যকিউ প্রেশার (যোগ) উপাচার কেন্দ্রের প্রশিক্ষক ডা: এস. এন সরকার, পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী রাজ্য কমিটির সদস্য জীবন কৃষ্ণ দেবনাথ ও দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর রাজ্য কমিটির সদস্য জীবন দেবনাথ। অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক রানা গোস্বামী, অধ্যাপক (ড:) রাজা ঘোষ, সুরেন্দ্র কুমার রাঠী প্রমুখ।

যোগ গুরু শিবানন্দ বাবার শুভাগমন প্রসঙ্গে দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক বলেন, " শিবানন্দ বাবা সকলকে দর্শন দেন ও একে একে সকলকে আশির্বাদ দেন"। অনুষ্ঠানটি সুচারু রূপে পরিচালনা ও প্রয়োজনীয় সঞ্চালনা করেন ড: রাজা ঘোষ।