Latest News

6/recent/ticker-posts

Ad Code

কর্ম সংস্থান সম্পর্কিত আলোচনা শ্রীপৎ সিং কলেজে

কর্ম সংস্থান সম্পর্কিত আলোচনা শ্রীপৎ সিং কলেজে

Sripath Singh College


মুল বক্তা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অভিজ্ঞ বক্তা ও কর্মসংস্থান সম্পর্কিত বিশেষজ্ঞ শ্রী প্রণবেশ প্রামাণিক। প্রযুক্তিগত অগ্রগতির ইতিহাস থেকে শুরু করে কিভাবে প্রযুক্তিগত অগ্রগতিকে কর্মসংস্থান এর কাজে ব্যবহার করা যায় সব বিষয়ে উনি বিস্তৃত আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিভাগ।
Sripath Singh College


এই অনুষ্ঠানে রসায়ন, পদার্থবিজ্ঞান, সাধারণ বিভাগ ও গণিত বিভাগ ও অন্যান্য বিভাগের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড: কমল কৃষ্ণ সরকার, অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ বিভাগের সমন্বয়কারী ড: সাগর সিমলান্ডী, শিক্ষক পরিষদ এর সম্পাদিকা ড: মিতালী টিকাদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড: কমল কৃষ্ণ সরকার, অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ বিভাগের সমন্বয়কারী ড: সাগর সিমলান্ডী, শিক্ষক পরিষদ এর সম্পাদিকা ড: মিতালী টিকাদার, ড:সজল দে, ড: অভিষেক বসু, ড: দেবী প্রদাস দত্ত, মণিকা প্রামাণিক, শ্যামসুন্দর সেট, ড: রাজা ঘোষ প্রমুখ।
Sripath Singh College


সম্পুর্ন অনুষ্ঠানটির অত্যন্ত সুচারু রুপে সঞ্চালনা করেন ড: অভিষেক বসু। অনুষ্ঠান শেষে বক্তা, অতিথি, উদ্যোক্তা ছাত্র-ছাত্রী ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে অনুষ্ঠান ধন্যবাদ জ্ঞাপন করেন ড: রাজা ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code