বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাইক আরোহী !

Road Accident


আরামবাগ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনেই ঘটে গেল দুর্ঘটনা। জাতীয় সড়কের রাস্তা অর্থাৎ তারকেশ্বর গামী রাস্তা দিয়ে আরামবাগের দিকে আসছিলেন বড়সড় লড়ি। আর ঠিক একই রাস্তায় এক বাইক আরোহীও আসছিলেন পল্লীশ্রী মুখী হয়ে । ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামনেই ঘটে গেল বিপত্তি। বড় লরির ভেতরে ঢুকে গেল বাইকটি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক আরোহী। 


লরির যিনি ড্রাইভার ছিলেন কোন কারণবশত চোখ লেগে যায় , বাইক আরোহীর বাইকের পেছনে অনেক কিছু মেটেরিয়াল জিনিস আটকানো ছিল ,যার ফলে একটা টোটো কে সাইড দিতে গিয়ে বাইকটাতে ধাক্কা লাগে। এর ফলে বাইকের উপর দিয়ে লরিটি চলে যায়। কিছুটা চলে যাওয়ার চেষ্টা করছিল লরিটি কিন্তু এলাকার স্থানীয় মানুষেরা লরিটিকে আটকে রাখে। ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। 


বাইক আরোহী ব্যক্তিটিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করাই তিনি প্রথমে যেতে অস্বীকার করে। পরবর্তীতে তাদের সহায়তায় পুলিশের গাড়িতে উঠে চলে যান হাসপাতালে। বাইকটি আরামবাগ থানায় নিয়ে যাওয়া হয়। বাইক আরোহী কি নাম এবং লরির যিনি ড্রাইভার ছিলেন তার কি নাম কিছুই জানতে পারা যায়নি।