ভোররাতে নগরকীর্তনে বেরিয়েছিলেন বৃদ্ধ দম্পতি, বাড়ি ফিরে দেখেন পুড়ে ছাই গোটা বাড়ি

The old couple went out for Nagarkirtan in the early morning, returned home and saw the whole house burnt to ashes



প্রদীপ জ্বালিয়ে পুজো দিয়ে ভোররাতে নগরকীর্তনে বেরিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। ফিরে এসে দেখেন আগুনে পুড়ে ছাই চারটি ঘর। প্রদীপ না বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন চিন্তায় পরিবার। ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ি চুড়া ভান্ডার এলাকায়। ঘটনাস্থলে দমকল ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্বদেহর এলাকায়। জানা গেছে আজ ভোর রাতে ভয়ংকর অগ্নিকান্ডের ঘটনা টি ঘটে ঘটনার জেরে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সমস্ত কিছুই পুড়ে যায় , যদিও এই ঘটনায় পরিবারের সদস্যদের কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে বাড়িতে থাকা গবাদি পশুর ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, ভূজারিপাড়া পূর্বদেহর এলাকায় ধনেশ্বর রায় নামের এক ব্যক্তির বাড়িতে ভোর আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। দেখতে পায় প্রতিবেশী মানুষ। আগুন দেখে চিৎকার শুনে, ঘরের ভিতরে শুয়ে থাকা কণিকা রায় তার সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন প্রতিবেশীরাই।

খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় আগুন নিয়ন্ত্রণ করেন স্থানীয়রা। পরবর্তীতে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।