Darjeeling: হলংয়ের পর সিংটাম, পুড়ে ছাই হল ১০৪ বছর পুরনো কাঠের বাংলো!

A 104-year-old heritage Bungalow (built in 1920) at Singtam Tea Estate on the outskirts of Darjeeling town was gutted by fire late last night.



গত জুনে জলদাপাড়া অভয়ারণ্যে হলং বাংলো পুড়ে ছাই হয়। বছর ঘুরতে না ঘুরতেই এবার ফের এক ঐতিহ্যপূর্ণ বাংলো পড়ে গেলো। প্রায় ১০৪ বছরের পুরনো সিংটাম বাংলো ভস্মীভূত হল আগুনে। রবিবার রাতে সিংটাম চা বাগানের ম্যানেজারের বাংলোয় আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।


কী ভাবে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে অবশ্য হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রবিবার রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোটিও ভস্মীভূত হয়ে গিয়েছে।


দুর্গম এলাকা হওয়ায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়। তার ফলে আগুনের লেলিহান শিখা সামাল দেওয়া সম্ভব হয়নি। ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা বাংলোটি।


সিংটাম দার্জিলিং শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯০২ সালে ব্রিটিশরা সিংটামের চা বাগানের ম্যানেজারের বাংলোটি তৈরি করে। বর্তমানে সিংটাম চিকম্যান চা বাগানটি বন্ধ। তবে বাংলোটি পর্যটকদের আবাসস্থল হিসাবে কাজে লাগানো হয়। নিরিবিলিতে যাঁরা সময় কাটাতে ভালোবাসেন, এমন বহু পর্যটকই এই বাংলাতে ওঠেন। রবিবার মাঝরাতে শতাব্দী প্রাচীন ওই বাংলোতে আগুন লেগে ছাই হয়ে গেলো শতবর্ষ প্রাচীন বাংলো।