রাজ্যজুড়ে নারী নির্যাতন তৎসহ ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

today news



রাজ্যজুড়ে নারী নির্যাতন তৎসহ ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সাহেবগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান ভারতীয় জাতীয় কংগ্রেসের।

শনিবার দুপুর ১:৩০ মিনিট নাগাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে সাহেবগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের দিনহাটা দুই নম্বর ব্লক কমিটির সভাপতি মাসুদ হাসান সহ অন্যান্য নেতা-কর্মীরা।

এ বিষয়ে মাসুদ হাসান বলেন রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং লাগাতার নারী নির্যাতন তৎসহ ধর্ষণ ও খুনের ঘটনায় সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ভাব মূর্তি আজ কালিমালিপ্ত। সারা রাজ্যে মৎস্যন্যায়ের পরিবেশ তৈরি হয়েছে। ধর্ষণের মতো সামাজিক রোগ আজ ক্রমবর্ধমান। কিন্তু পাশাপাশি পুলিশ প্রশাসনের নির্বিকার ভূমিকায় সাধারণ মানুষ আজ হতাশ, এমতাবস্থায় এই পরিস্থিতির প্রতিকার এবং প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ এই স্মারকলিপি প্রদান।

এছাড়াও এদিন মোট ৭দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান করে ভারতীয় জাতীয় কংগ্রেসের দিনহাটা দুই নম্বর ব্লক কমিটি।