লাল কালির চিঠিতে শোরগোল, ছট পূজা পর্যন্ত দেওয়া হয়েছে সময় !

লাল কালির চিঠিতে শোরগোল, ছট পূজা পর্যন্ত দেওয়া হয়েছে সময় !


আসানসোল পৌরনিগমের এক কাউন্সিলারকে হুমকির চিঠি দেওয়ার ঘটনায় চ্যাঞ্চল্য। কাউন্সিলার ইতিমধ্যে বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ দায়ের করেছেন।


আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত ৬৩নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সেলিম আখতার আনসারীকে কোন অজ্ঞাত্ পরিচয় কেউ স্পিড পোস্টের মাধ্যমে চিঠি পাঠিয়েছে। ১৮অক্টোবর অর্থাৎ গত কাল দুপুরে কুলটি ডাক ঘর তথা পোস্ট অফিসের ডাক কর্মী তার বাড়িতে ঐ স্পিড পোস্টের চিঠিটি তুলে দেন।


এরপর ঐ চিঠি খুলে পড়তে গিয়ে তিনি দেখেন সেখানে একটি সাদা কাগজ রয়েছে যার মধ্যে লেখা রয়েছে ছটপূজোর পর সাবধানে থাকো মহম্মদ সেলিম আখতার আনসারী কাউন্সিলার -৬৩ সাথে ঐ চিঠিতে লাল দাগ দেওয়া রয়েছে।


ঘটনার বিষয় কুলটি থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাউন্সিলার সেলিম আখতার আনসারী জানিয়েছেন- বিষয়টি নিয়ে দলের উচ্চনেতৃত্বকে জানানো হয়েছে।