RG Kar: মঙ্গলবার কারো প্রাণহানি হলে তার দায় মুখ্যমন্ত্রীর !
গত ১৫ তারিখ ধর্মতলায় ১০ দফা দাবীতে অনশনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন ' জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' আজ ধর্মতলায় ডাক দিয়েছিল 'দ্রোহের কার্নিভাল' কর্মসূচীর। এবার ৩ দিনের ডেডলাইন বেঁধে দিলেন জুনিয়ার ডাক্তাররা।
আগামী সোমবারের মধ্যে দাবিপূরণ না হলে মঙ্গলবার সর্বাত্মক ধর্মঘটের ডাক দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার। ধর্মঘটের আওতায় রয়েছেন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।
আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করতে শুক্রবার মেডিক্যাল সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবার পর দেবাশিস হালদার জানান, শনিবার সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হবে। রবিবার ধর্মতলার মঞ্চে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাঁরা। ওই মহাসমাবেশে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি নাগরিক সমাজের প্রত্যেককে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
জানাগিয়েছে, সোমবার রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে অবস্থান বিক্ষোভে শামিল হবেন চিকিৎসকরা। সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসতে হবে। মেনে নিতে হবে দশ দফা দাবি। অন্যথায় মঙ্গলবার সর্বাঙ্গীণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাতে সরকারি ও বেসরকারি হাসপাতালের প্রত্যেক জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা শামিল হবেন।
ফলে মঙ্গলবার স্বাস্থ্য পরিষেবা থমকে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এদিন কারও প্রাণহানি হলে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে বলেই দাবি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊