Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', আতঙ্কের প্রহর গুনছে উপকূলবর্তী এলাকার বাসিন্দারা

ঘূর্ণিঝড় দানার আপডেট

Cyclone Dana


ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হয়েছে দানা, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে । পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার দূরে রয়েছে । পূর্বাভাস উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আগামীকাল তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে । আগামীকাল তীব্রতর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে । উত্তর-পশ্চিম দিকে গিয়ে ২৪ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে স্থলভাগ স্পর্শ করবে । পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি জায়গায় ভিতরকণিকার ধামরার কাছাকাছি জায়গায় ল্যান্ডফল ।



পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে এবং তার সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে থেকেই দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ২৪ এবং ২৫ সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ এবং ২৫ তারিখের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ২৬ তারিখ এই ঝুর্ণিঝরের তীব্রতা কমে যাবে । পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি তীব্র ঝড় হওয়ার ১০০ থেকে ১২০ কিমি বেগে ঝড় হবার সম্ভাবনা রয়েছে। সাগরদ্বীপ এলাকায় ৪০ থেকে ১০০ কিমি বেগে ঝড় হবার সম্ভাবনা রয়েছে ।


কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এইসব জেলায় জোরে হাওয়া সম্ভাবনা রয়েছে। ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা তীব্র জলোচ্ছ্বাসের ১ থেকে ২ মিটার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গা পয়েন্ট ফাইভ থেকে এক মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।



মৎস্যজীবীদের আগামী ২৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । হুগলি পোর্ট, কলকাতা পোর্ট, হলদিয়া পোর্ট সহ একাধিক জায়গায় হাই এলার্টে রাখা হয়েছে । পূর্ব মেদিনীপুর এবং উড়িষ্যা এই দুটি জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা । ল্যান্ডফল ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ সকাল পর্যন্ত ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। শক্তির দিক থেকে রেমালের মত হবার সম্ভাবনা রয়েছে 'দানা'র। আম্ফান মত মত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ।



পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০ কিমি/ঘণ্টা ঝড়ের আশঙ্কা। সুন্দরবন এলাকায় ৮০ থেকে ১০০ কিমি/ঘণ্টা ঝড়ের আশঙ্কা। দঃ ২৪ পরগনার বাকি অংশে ৭০ থেকে ৯০কিমি/ঘণ্টা ঝড়ের সতর্কতা। কলকাতায় ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র, শুনশান সৈকত। কাল মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’। পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি গতিবেগ হওয়ার আশঙ্কা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code