Latest News

6/recent/ticker-posts

Ad Code

শতাধিক বিশেষভাবে সক্ষমদের বস্ত্র বিতরণ

শতাধিক বিশেষভাবে সক্ষমদের  বস্ত্র বিতরণ 

Dinhata


পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী, দিনহাটা শাখা; গীতাযোগ প্রশিক্ষণ ও যোগ উপাচার কেন্দ্র ও দিনহাটা নাগরিক মঞ্চের সম্মিলিত উদ্যোগে দিনহাটা গোসানী রোড মিনিবাস স্ট্যান্ড সংলগ্ন যোগ কেন্দ্রে শতাধিক প্রতি বন্ধীদের বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর রাজ্য কমিটির সদস্য জীবন দেবনাথ, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক, ডা: এস. এন সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী, দিনহাটা শাখার সম্পাদক পরিতোষ সরকার, দিনহাটা কার্যালয় সম্পাদক মোশাররফ হোসেন।



অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক রানা গোস্বামী, চিত্র শিল্পী প্রসেনজিৎ ভৌমিক, ড: রাজা ঘোষ, সঙ্গীত শিল্পী অপূর্ব অধিকারী, নারায়ণ সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

thanks

Ad Code