আর্থিক তছরুপের অভিযোগে আজহারউদ্দিনকে তলব ইডির

Azaharuddin


ম্যাচ গড়াপেটার মতো অভিযোগের পর এবার আর্থিক দুর্নীতির অভিযোগ মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থাকাকালীন আর্থিক তছরুপ করেছেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর সেই অভিযোগে মহম্মদ আজহারউদ্দিনকে তলব করলো ইডি।

আজহারের বিরুদ্ধে অভিযোগ, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন ২০ কোটি টাকা তছরুপ করেছেন তিনি। হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে জেনারেটর, অগ্নিনির্বাপক যন্ত্র কেনার টাকার পাশাপাশি এইচসিএ’র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়ার অভিযোগও উঠেছে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা আজহারের বিরুদ্ধে বিসিসিআইয়ে অভিযোগও জানান।

আজাহার সহ হায়দরাবাদ ক্রিকেট অ্যাসসিয়েশনের আরও চার কর্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার আজাহারকে তলব করেছে ইডি।

৯৯ টেস্ট, ৩৩৪টি ওয়ান ডে ক্রিকেটার আজহারউদ্দিন এর আগে গড়াপেটার মতো কলঙ্কের নাগপাশে জড়িয়ে পড়েছিলেন। আজীবন নির্বাসিত করা হয়েছিল তাঁকে। গত ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ক্রিকেট প্রশাসক হিসেবে প্রত্যাবর্তন হয় তাঁর।