স্বাস্থ্য নিয়ে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার


nabanna
নবান্ন, কলকাতা


স্বাস্থ্য নিয়ে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কোনও রকম অনিয়মের অভিযোগ জানানো যাবে এই কমিটিকে। এই কমিটিতে ছয় জন সদস্য সহ মাথায় থাকছেন এসএসকেএম হাসপাতালের ‘ভিজিটিং কনসালট্যান্ট’ সৌরভ দত্ত।

সংশ্লিষ্ট কমিটির সদস্য তথা সম্পাদক হচ্ছেন বারাসত মেডিক্যাল কলেজের চিকিৎসক দেবযানী বন্দ্যোপাধ্যায়। আর পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন এসএসকেএমের চিকিৎসক যোগীরাজ রায়, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যাপক সঞ্জীব চক্রোবর্তী, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যাপক সুনেত্রা কবিরাজ রায়, আরজি করের অধ্যাপক দেবব্রত দাস এবং কেপিসি মেডিক্যাল কলেজের অধ্যাপক স্মার্ত পুলাই।

আরজি কর-কাণ্ডে আন্দোলনের মধ্যেই উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসককে হেনস্থার অভিযোগ ওঠে। যদিও আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন কলেজে থ্রেট কালচারের অভিযোগ ওঠে। সাগর দত্তের ঘটনার পর সাগর দত্তের জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি শুরু করেছিলেন। এরপর সোমবার জিবি বৈঠক করে ১০ দফা দাবি জানিয়ে আবার কর্মবিরতি শুরু করেছে জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে অভিযোগ প্রতিকারের জন্য একটি কমিটি গঠনের কথা জানানো হল।