Latest News

6/recent/ticker-posts

Ad Code

চলন্ত পুল কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দশজন ছাত্রী

চলন্ত পুল কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দশজন ছাত্রী

Fire on road


অল্পের জন্য রক্ষা পেল দশ জন ছাত্রী স্কুল ছুটি পর একটি বেসরকারি স্কুলের ছাত্রীরা পুলকারে সল্টলেক থেকে নিকোপার্ক হয়ে নিউটাউন যাচ্ছিল সেই সময় সেক্টর ফাইভ নিউ ব্রিজ টু এর কাছে চলন্ত পুল কারে আগুন লেগে যায় গাড়িতে ধোঁয়া দেখতে পেয়ে চালক গাড়িটিকে সাইড করে এরপর সেখানে কর্তব্যরত অবস্থায় থাকা বিধান নগর ট্রাফিক পুলিশের সিভিক ভলেন্টিয়াররা। 


তড়িঘড়ি বাচ্চাদেরকে গাড়ি থেকে নামায় মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে প্রথমে সিভিক ভলেন্টিয়াররা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে খবর দেয়া হয় দমকলকে। 



দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তড়িঘড়ি ছাত্রীদের পুলকার থেকে না নামানো হলে বড়সড়ো বিপদ ঘটে যেতে পারত বলে দাবি সিভিক ভলেন্টিয়ার এর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code