দিনহাটা-কোচবিহার সড়কে বাইকের সংঘর্ষে মৃত্যু ১
ডেস্ক নিউজ: দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটেছে দিনহাটা-কোচবিহার সড়কের জোরপুল এলাকায়।
ওই ঘটনায় আরো দুজন আহত হয়েছে । আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ওই যুবকের নাম বাবু মিয়া। তার বাড়ি, দিনহাটার বড়নাচিনিয়া এলাকায়।
ঘটনা বিবরণে জানা গিয়েছে, এদিন বড় নাচিনিয়ার দুই যুবক একটি বাইক নিয়ে কোচবিহারের দিকে যাচ্ছিল। যখন দিনহাটা- কোচবিহার সড়কের জোড়পুল এলাকায় যায় সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
দুটি বাইক রাস্তার উপরে পড়ে যায়। বিষয়টি দেখে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে চিকিৎসকরা বাবু মিয়া নামে এক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেভ ড্রাইভ সেভ লাইফ স্লোগান কে সামনে রেখে প্রশাসন সকলকে সতর্ক হয়ে রাস্তায় চলাচল করার জন্য আহ্বান জানালেও এখনো বেশ কিছু বাইক আরোহী নিয়ম-নীতি না মেনে বাইক চালিয়ে যাচ্ছে। বেপরোয়া ভাবে বাইক চালানোর ফলেই এদিনের এই দুর্ঘটনা ঘটেছে বলে সাধারণ মানুষ মনে করছেন।
0 মন্তব্যসমূহ
thanks