Upper Primary Panel List: অবশেষে প্রকাশ হলো আপার প্রাইমারির প্যানেল

Ssc


অবশেষে হাইকোর্টের নির্দেশমতো প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক নিয়োগের প্যানেল। প্রায় ৮ বছর পর আপার প্রাইমারিতে কাটে, গত ২৮শে আগস্ট ১৪হাজার শূন্যপদ নিয়োগে সবুজ সংকেত দেয় কলকাতা হাইকোর্ট। অবিলম্বে ১৪ হাজার ৫২ জনকে সুপারিশপত্র দিতে হবে বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরেই এবার স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত হলো প্যানেল। 


২০১৬-সালে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগে গোটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১৪ হাজার ৫২ জনের নাম মেধা তালিকায় প্রকাশ পায়। ২০২১ সালে SSC জানায়, OMR শিটগুলি পুনরায় মূল্যায়ন করে ১ হাজার ৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া ১৪৬৩ জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। এই বাদ দেওয়া ঠিক ছিল না বলেই জানিয়েছে হাইকোর্ট।


দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কোথায় কত নম্বর পান তাঁরা, তাঁদের ইন্টারভিউ, কাউন্সেলিং, সম্পন্ন হয়ে গিয়েছে আগেই। ফলে নতুন করে OMR শিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। মনে করেছে হাইকোর্ট। বাদ দেওয়া ১ হাজার ৪৬৩ জনকে যুক্ত করে ওই ১৪ হাজার ৫২ জনের মেধাতালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয় সময়ও বেঁধে দিয়েছিল হাইকোর্ট।


চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করে পরের চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিংয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। নতুন করে মেধাতালিকা বেরোলে, প্রয়োজন বুঝে SSC কাউন্সেলিং করাবে। এর পর অবিলম্বে সুপারিশপত্র দিতে হবে। যদিও এই নিয়ে ইতিমধ্যে সুপ্রিমকোর্টে একটি মামলা হয়েছে খবর। 

দেখুন তালিকা - Upper Primary Panel List