ফের মামলার গেরোয় উচ্চ প্রাথমিক, ১৪০৫২ পদে নিয়োগ গেল সুপ্রিমকোর্টে


Supreme court

ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিক, ১৪০৫২ পদে নিয়োগ গেল সুপ্রিমকোর্টে। উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের নিয়োগের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নতুন করে মেধা তালিকা প্রকাশ করে কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগের কথা জানিয়েছিল। 



ওই নির্দেশ সংরক্ষণ নীতি বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। এর ফলে ১৪ হাজার জনের নিয়োগ নিয়ে আবার তৈরি হল জট।



২০১৫ থেকে ঝুলে আছে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া। বারে বারে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়েছে কলকাতা হাইকোর্টে। ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। তার পর ২০২৩ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাই কোর্ট। কিন্তু পরে আরো জট বাঁধে। শেষমেষ গত ১৮ জুলাই বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। ২৮ অগস্ট রায় ঘোষণা করা হয়। সেই রায়ের পরেই এবার ফের জট। মামলা হলো সুপ্রিমকোর্টে।