Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবৈধ চোলাই মদ সহ গ্রেপ্তার ২

অবৈধ চোলাই মদ সহ গ্রেপ্তার ২ দুবরাজপুরে

Liquor


পুলিশের নজর এড়িয়ে চলছিল চোলাই মদের কারবার। কিন্তু দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই অবৈধ মদের কারবারীদের ধরতে ওঁত পেতে বসে ছিল। তাই দুবরাজপুর থানার পুলিশ শনিবার গভীর রাতে স্পেশাল নাকা চেকিং এর সময় অবৈধ চোলাই মদ সহ দুজনকে গ্রেপ্তার করে। মদ করবারী দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়। 



পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের জামতারা জেলার বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রামের নিজেদের তৈরি করা অবৈধ চোলাই মদ পাচার করছিলেন মুড়াবেড়িয়া গ্রামেরই লোচন বাউরী। গতকাল শনিবার গভীর রাতে দুবরাজপুরের রঞ্জনবাজার এলাকায় চলছিল স্পেশাল নাকা চেকিং। সেই সময় কিছুটা দূরে লোচন বাউরী নামে এক যুবক দুবরাজপুরের মাজুরিয়া গ্রামের স্বপন বাউরী নামে এক ব্যক্তিকে অবৈধ চোলাই মদ হাত বদল করছিল। সেই সময় তড়িঘড়ি গিয়ে দুবরাজপুর থানার পুলিশ তাঁদের দুজনকে হাতেনাতে ধরে ফেলে। ঘটনাস্থল থেকে দুজনকেই গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২০ লিটার চোলাই মদ। 



পুলিশ সূত্রে আরও জানা যায়, ঝাড়খণ্ডের মুড়াবেড়িয়া গ্রামের নিজেদের তৈরি চোলাই মদ তাঁদের সীমানা ঘেঁষা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাশোল, লোকপুর, দুবরাজপুর সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে চোরাপথে পাচার করে থাকে। বিভিন্ন সময় পুলিশ তাদের গ্রেফতারও করেছে। কিন্তু তবুও এই মদ করবারীদের হুঁশ ফিরছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code