T 20 মেজাজে টেস্ট ম্যাচ খেললো টিম ভারত, তৈরি হলো একের পর এক রেকর্ড
আজ যেন টেস্ট ম্যাচ নয় টি টুয়েন্টি ম্যাচ খেললো ভারত, এমনটাই বলছেন ক্রিক্রেট প্রেমীরা। কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মারা ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলেছেন। ২০৮ বল খেলে এই রান করেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে খেলে ভারতীয় দল ভেঙে দিয়েছে টেস্ট ক্রিকেটের একাধিক রেকর্ড।
রোহিত এবং যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি সোমবার ৩ ওভারে তুলেছে ৫১ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনও দল এত কম বলে ৫০ রান করতে পারেনি।
এমনকি কম বলে ১০০ রানের রেকর্ডও তৈরি হলো আজ। বাংলাদেশের বিরুদ্ধে ১০.১ ওভারে ভারত তুলেছে ১ উইকেটে ১০৩ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও দল এত কম বলে ১০০ রান করতে পারেনি। এ ক্ষেত্রে অবশ্য নিজেদের বিশ্বরেকর্ডই ভেঙেছেন রোহিতেরা। ২০২৩ সালে ১২.২ ওভারে ১০০ রান করেছিল ভারতীয় দল। আজ সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লো ভারতীয় দল।
শুধু ১০০ নয়, দ্রুততম ১৫০, ২০০ এবং ২৫০ রানের রেকর্ডও গড়লো টিম ইন্ডিয়া। ভারতীয় দল সোমবার ১৫০ রানের গণ্ডি পার করতে নিয়েছে ১৮.২ ওভার। ভারতীয় দলের আগ্রাসী ব্যাটিংয়ে ভেঙে গেল অস্ট্রেলিয়ার একটি বিশ্বরেকর্ডও। কানপুরে ২৪.২ ওভারে ৪ উইকেটে ২০১ রান করেছেন রোহিতেরা।এমনকি টেস্টের ইতিহাসে দ্রুততম ২৫০ রান তোলারও নজির গড়ল ভারত। ৩০.১ ওভারে ভারত করে ৫ উইকেটে ২৫০।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ২৭০০০ রানের মাইলফলক স্পর্শ করতে নিলেন ৫৯৪টি ইনিংস। ভাঙলেন সচিনের বিশ্বরেকর্ড। ৬২৯টি আন্তর্জাতিক ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সচিন।
এছাড়াও আরও বেশ কয়েকটি রেকর্ড তৈরি হয়েছে আজ। যেমন-
- টেস্ট ক্রিকেটের ইতিহাসে রোহিত হলেন চতুর্থ ব্যাটার যিনি ইনিংসের প্রথম দু’বলে ছক্কা মারলেন।
- ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাডেজা। তাঁর আগে এই কীর্তি রয়েছে কপিল দেব, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিংহ, জাহির খান এবং ইশান্ত শর্মার।
- ৩০০ উইকেটের পাশাপাশি তিন হাজারের (৩১২২) বেশি টেস্ট রান রয়েছে জাডেজার ঝুলিতে। এই ক্ষেত্রে তিনি বিশ্বের দ্বিতীয় দ্রুততম। ৭৪তম টেস্টে এই নজির গড়লেন বাঁহাতি অলরাউন্ডার।
- ২৮৫ রানের ইনিংসে রোহিতেরা মেরেছেন মোট ১১টি ছক্কা। এই নিয়ে ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল ৯৬টি ছক্কা মারল। এক ক্যালেন্ডার বছরে টেস্টে সব চেয়ে বেশি ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়ল ভারত।
- বাংলাদেশের চতুর্থ বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ করলেন মেহদি হাসান মিরাজ। তাঁর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন শাকিব আল হাসান (৭১২), মাশরফি মোর্তাজা (৩৮৯) এবং মুস্তাফিজুর রহমান (৩২৩)।
0 মন্তব্যসমূহ
thanks