জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা


Sukanna Mandal

জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা। আর্থিক তছরুপ মামলায় মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। ২০২৩ সালের ২৬ এপ্রিল সুকন্যা মণ্ডলকে(Sukanya Mondal) গরু পাচার মামলায় ইডি গ্রেপ্তার করেছিল দিল্লি থেকে। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ। চলে জেরা। শেষমেষ গ্রেফতার হন তিনি। 



বাবার মতো সুকন্যারও ঠাঁই হয় তিহাড় জেলে। বেশ কয়েক বার তিনি জামিনের আবেদন করেছেন। এর পর থেকে তিনি দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন। দীর্ঘ প্রায় ১৮ মাস জেলে কাটানোর পর দিল্লি হাই কোর্টে নির্দেশে জামিন মঞ্জুর হয় সুকন্যার। জামিন পেলেও জেল মুক্তি কবে তা নিয়ে সংশয় রয়েছে। 



অনুব্রত কন্যার জামিনের খবরে উচ্ছ্বাস বীরভূমে।‌ তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা সুকন্যার জামিনের খবর শুনে উল্লাস প্রকাশ করেন।